Posts

ভেষজ চিকিৎসাই আগামীর চিকিৎসা

Image
- …হাকীম সাইয়েদ মোঃ আকবর হোসাইন (স্বপন)               পৃথিবী দ্রুত তার পরিনতীর দিকে ধাবিত হয়ে চলেছে। এ্যালোপ্যাথিক ঔষুধের বিষ-ক্রিয়ায় বিচিত্র এই দুনিয়া পুনরায় তার মূল চিকিৎসায় ফিরে আসার ব্যাপক তোড়-জোড়, তর্জন-গর্জন চালিয়ে যাচ্ছে।                     বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু” আগামী ২০৩৫ সালের পর থেকে এ্যালোপ্যাথিক শিল্পকে অর্থায়ন বন্ধকরে ভেষজ চিকিৎসাকেই মূল চিকিৎসা হিসাবে গ্রহন করার চুড়ান্ত স্বিদ্বান্ত নিয়েছে। বিশ্বের সকল পরাশক্তিগুলো আজ ভেষজ চিকিৎসায় ঝুঁকে পড়ছে।           মহান রাব্বুল আলামিন জলীয় ও মাটিজ উদ্ভিধ থেকেই মানবের সুস্থ্যতা চলমান করে রেখেছেন। প্রতিটি মানুষই প্রাকৃতিক উপাদানের ভেষজ দ্রব্যের মাধ্যমে নিজের শরীরকে বৃদ্ধি করে আসছে। মানুষ ক্যামিকেল খেয়ে বড় হয়নি।          যখনি আমাদের শরীর রোগাক্রান্ত হয়, সে সময় এ্যালোপ্যাথিক সিনথেটিক ক্যামিকেল ঔষুধ সুস্থ্যতার পাশাপাশি মারাত্বক প্রতিক্রিয়াও করে থাকে। কিন্ত এ্যালোপ্যাথিক ডাক্তার-রা রোগির সুস্থ্যতার কারণে সেটি গোপন রাখতে বাধ্য হন। অনেক সময় এ্যলোপ্যাথিক ঔষুধ সুস্থ্যতার ছেয়ে ক্ষতিই করে বেশি। সাধারন জনতা এই ক্ষতির

আয়ু কি বাড়ানো যায়?

Image
- হাকীম সাইয়েদ মোঃআকবর হোসাইন (স্বপন) পৃথিবী যত এগিয়ে যাচ্ছে, মানুষের আয়ু ততই কমে যাচ্ছে।সময়ও সংক্ষিপ্ত হয়ে আসছে।এক বছরকে মনে হয় এক মাস।এক মাসকে মনে হয় এক দিন।এক দিনকে মনে হয় এক ঘন্টা।বাস্তবে তা ঘঠে চলেছে।এটি কোন কাল্পনিক বিষয় নয়, নয় কোন রোমান্টিকিজম, এটি আজ চরম বাস্তবতা। মহা গ্রন্থ আল-কোরআনে “আল্লাহ বলেছেন, পৃথিবীর শেষ সময়ে আমি সময়কে সন্কুচিত করে দেব।জমিনকে ও করে দিব পরস্পরের কাছাকাছি।মানুষের হায়াতও সন্কুচিত হয়ে আসবে।যুবকও হয়ে যাবে সময়ের আগে বৃদ্ধ। মূলত মানুষের আয়ু কখনোই কমে না, বাড়েও না।একটি নির্দিস্ট সময় নিয়ে প্রতিটি মানুষকেই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে।মানুষ শুধু মাত্র নির্দিস্ট সময় পর্যন্ত সকল জড়া-ব্যাধিকে দমিয়ে রাখতে চেস্টা অব্যাহত রেখে যাবে।এতে সে সফলও হবে। বাস্তবেও আধুনিক প্রযুক্তি ও ঔষুধ গবেষণা অনেক দূর এগিয়ে গিয়েছে।কিন্ত তা মাত্র৫% লোকের জন্য সহজ লভ্য হবে।একই সাথে পুরুষের পজিটিভ শুক্রানুও কমে যাবে।নারী শিশু বাড়তে থাকবে।বর্তমানে পূথিবীতে ১০ কোটির উপরে নারী বেশি রয়েছে, এটি ক্রমশ বাড়তেই থাকবে। এমতাবস্থায় আয়ুকে শক্তিশালী করা আজ একটি কমন বিষয় হয়ে দাড়িয়

ভেষজ চিকিৎসার প্রসারে সম্মত ভারত-বাংলাদেশ - বিবিসি প্রতিবেদন

Image
অমিতাভ ভট্টশালী বিবিসি বাংলা, কলকাতা ১০ সেপ্টেম্বর ২০১৪ আয়ুর্বেদিক চিকিৎসার ব্যাপারে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ঢাকায় আঞ্চলিক এক স্বাস্থ্য সম্মেলনে দু'দেশের সরকারের মধ্যে সম্প্রতি এই সমঝোতা হয়েছে। হিন্দুধর্মগ্রন্থ বেদ-এ উল্লেখিত চিকিৎসা ব্যবস্থা আয়ুর্বেদ, অবিভক্ত ভারতে অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি বলে মনে করা হত। সময়ের সঙ্গে সঙ্গে অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা যত উন্নত হয়েছে, তত কমেছে আয়ুর্বেদের প্রভাব। তবে সম্প্রতি ভারতে, বিশেষত পশ্চিমবঙ্গে আয়ুর্বেদ চিকিৎসার ওপরে সরকারের নজর পড়েছে। সাধারণ মানুষও অ্যালোপ্যাথিতে ব্যর্থ হয়ে আয়ুর্বেদের শরণ নিতে শুরু করেছেন, তৈরি হয়েছে আয়ুর্বেদিক ওষুধ আর চিকিৎসার জন্য নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানও। কলকাতায় সরকার পরিচালিত জেবি রায় আর্য়ুবেদিক মেডিক্যাল কলেজের হাসপাতালে প্রতিদিন প্রায় ২০০-৩০০ মানুষ চিকিৎসা নিতে আসেন। প্রায় ১০০ বছরের পুরনো এই সরকারি মেডিক্যাল কলেজটির অধ্যক্ষ ডা. জি সি পোল্লে বলছিলেন, অনেক ক্ষেত্রেই অ্যালোপ্যাথিক চিকিৎসার থেকে আয়ুর্বেদ ব

হেকিমি চিকিৎসা - বাংলাপিডিয়া প্রতিবেদন

Image
       হেকিমি চিকিৎসা (Hakeemi Treatment)  ইউনানি দর্শনভিত্তিক চিকিৎসা পদ্ধতি। উদ্ভিজ্জ ভেষজ দ্বারা ঐতিহ্যিক ধারায় রোগ নিরাময়ের এই পদ্ধতির চিকিৎসকরা হেকিম নামে পরিচিত। হেকিম শব্দটি আরবি, ‘হিকমত’ অর্থাৎ প্রজ্ঞা ও দক্ষতা থেকে উৎপত্তি। কথান্তরে জ্ঞানী ও দক্ষ ব্যক্তিরাই হলেন হেকিমি চিকিৎসক। গ্রিক দার্শনিক হিপোক্রেটিসের (৪৬০-৩৭৭ খ্রি) নীতি হেকিমি চিকিৎসা পদ্ধতির ভিত্তি। এই পদ্ধতিতে ধরে নেওয়া হয় যে, মানুষের মানসিক ও দৈহিক প্রকৃতি চারটি দেহরস  ড্যাম (রক্ত), বালঘাম (শে­ষ্মা, কফ), সাফরা (হলুদ পিত্তরস) ও সাউদা (কালো পিত্তরস) দ্বারা প্রভাবিত। একজন স্বাস্থ্যবান মানুষের শরীরে আত্মরক্ষামূলক অথবা স্বনিয়ন্ত্রক শক্তি কুওয়াত-ই-মুদাবিবরা (medicatrix naturae) দ্বারা সংরক্ষিত থাকে। কোন কারণে এই ক্ষমতা দুর্বল হয়ে পড়লে শরীরে দেহরসের সুসাম্য বিঘ্নিত হয় এবং রোগের আক্রমণ ঘটে। এই চিকিৎসা পদ্ধতিতে দেহের এই হারানো ক্ষমতা স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার জন্য এবং এভাবে দেহরসের ভারসাম্য পুনরুদ্ধারক্রমে রোগ নিরাময়ের জন্য ঔষধ প্রয়োগ করা হয়।            হেকিমি চিকিৎসায় আঙুল দ্বারা নাড়ি অনুভবের

ভেষজ ওষুধে মানুষের আয়ু বাড়ছে চীনে ! (ভিডিও দেখুন)

Image
Please See this video:  (একবার ক্লিক করে ভিডিও চালু না হলে ২য় বার ক্লিক করুন)